বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মাটি বহনকারী ট্রাক্টরে নষ্ট গ্রামীণ সড়ক

ঝিনাইদহ প্রতিনিধি

মাটি বহনকারী ট্রাক্টরে নষ্ট গ্রামীণ সড়ক

ঝিনাইদহের একটি সড়কে মাটিবোঝাই ট্রাক্টরের লাইন

ঝিনাইদহে মাটি ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি রাস্তা নষ্ট হচ্ছে মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে। এ ছাড়া ট্রাক্টরগুলো রাতে ও দিনে বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শব্দে ঘুম হচ্ছে না রাস্তার পাশের বাড়িঘরের বাসিন্দাদের। ধুলাবালিতে নোংড়া হচ্ছে বসতবাড়ির আসবাবপত্র। ধুলার কারণে বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছেন ঠাণ্ডাজনিত রোগে। চাষাবাদের জন্য আমদানি করা ট্রাক্টর এখন অবৈধ পরিবহন হয়ে গ্রামীণ জনপদের সর্বনাশ করেছে। জানা যায়, নেত্রকোনার ছয়টি উপজেলার ৬৭টি ইউনিয়নের বিভিন্ন নতুন রাস্তায় মাটিবোঝাই অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে ধুলোর সৃষ্টি হচ্ছে। রাস্তায় কাঁদামাটি পড়ে থাকায় বৃষ্টি হলেই মরণফাঁদে পরিণত হচ্ছে। এসব ট্রাক্টরের নেই রুটপার্মিট। তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় ১৫-২০ বছরের শিশু-কিশোররাও ট্রাক্টর চালানোর সুযোগ পাচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে সড়কে প্রাণহানি। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল হাসান জানান, আমি যোগদানের পর থেকে মাটি ও বালু তোলার বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করেছি।

সর্বশেষ খবর