বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আমনের ফলনে খুশি কৃষক

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

আগাম জাতের রোপা আমনে ভালো ফলন পেয়ে খুশি কুমিল্লার কৃষকরা। জাতগুলোর জীবনকাল স্বল্প হওয়ায় ভালো ফলনের পাশাপাশি সরিষা চাষের সম্ভাবনা তৈরি হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার কৃষকেরা রোপা আমনের আগাম জাতের ধান কাটতে শুরু করেছেন কার্তিক মাসের শেষ সপ্তাহে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রোপা আমন মৌসুমের শুরুতে বুড়িচং উপজেলার কৃষকদের মাঝে এক টন বীজ বিনামূল্যে বিতরণ করে উপজেলা কৃষি অফিস। এ বছর প্রথমবারের মতো ৬ হেক্টর জমিতে চাষ হওয়া ব্রি ধান ৭১ বেশি পছন্দ হয়েছে কৃষকদের। ১১৫ দিনে ভালো ফলন হওয়ায় ও জাতটিতে রোগ পোকার আক্রমণ কম হওয়ায় এই আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া ব্রি ধান ৭৫ জাতটি ৯৫ হেক্টর, ব্রি ধান ৮৭ জাতটি ২৮৫ হেক্টর, ব্রি ধান ৯৫ জাতটি ৩১ হেক্টর ও বিনা ধান ১৭ জাতটি ২১ হেক্টর জমিতে চাষ হয়েছে। রোপা আমন মৌসুমে মোট ৯২৮০ হেক্টর জমিতে রোপা আমন অর্জিত হয়েছে বুড়িচং উপজেলায়। আগাম জাতের ধানে ফলন পাওয়া যাচ্ছে প্রতি হেক্টরে চালে ২.৮৭ টন থেকে ২.৯৮ টন পর্যন্ত। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। বুড়িচং উপজেলার রামপুর ব্লকের উপ-সহকারী সুলতানা ইয়াসমিন বলেন, আমাদের কৃষি অফিসার মহোদয় মাঠে পরীক্ষামূলক আগাম জাতের ধানের বীজ দিয়েছেন। আগাম জাতের ধানে ভালো ফলন হয়েছে।  উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ বানিন রায় জানান, ব্রি ধান ৪৯, ব্রি ধান ৩২ ও স্বর্ণমসুরি ধানের প্রতি কৃষকদের আগ্রহ বেশি ছিল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর