রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৩ কিমি সড়ক সংস্কার না করায় চরম ভোগান্তি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

৩ কিমি সড়ক সংস্কার না করায় চরম ভোগান্তি

ময়মনসিংহের ফুলপুরে খানাখন্দে বেহাল সড়ক -বাংলাদেশ প্রতিদিন

ফুলপুরের আমুয়াকান্দা বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে অবস্থা খুবই নাজুক। এর পিচ, খোয়া এমনকি ইট ও সুরকি সরে গিয়ে ছোটবড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে অটোরিকশা, রিকশা ও ট্রলি জাতীয় ছোটখাটো যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ৭ কিলোমিটার পাকা এ সড়কে পয়ারী ইউনিয়ন কমপ্লেক্স, পয়ারী গোকুলচন্দ্র উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় দুই পাশে পাড়বিহীন অনেক পুকুর রয়েছে। এতে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ওইসব জায়গায় ছোটবড় দুর্ঘটনা ঘটছে। কয়েকজন অটোরিকশা চালক বলেন, মাসে প্রতি অটোচালকের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৬৫০ টাকা করে চাঁদা নেয় বিভিন্ন ব্যক্তি। এর পরও সড়ক সংস্কার হয় না। চালকরা ভালোভাবে গাড়ি চালাতে পারেন না। এলজিইডির ফুলপুর উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ বলেন, সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এর পরই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর