রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এনজিওর ঋণের চাপে যুবকের আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় এনজিওর ঋণের চাপে মো. সাহিদ শেখ (৩৫) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৯টার দিকে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করে। নিহত সাহিদ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পোড়াগদী গ্রামের মৃত আবদুর সোবহান শেখের ছেলে। সালথা থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানা গেছে, সাহিদ শেখ মাদকাসক্ত ছিলেন ও জুয়া খেলতেন। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় ভ্যান চালাতেন। বাড়িতে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে থাকতেন তার স্ত্রী। বাড়িতে ঠিকমতো আসতেন না সাহিদ শেখ। মাঝে মধ্যে এসে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে নিয়ে আবার ঢাকা চলে যেতেন। এতে সাহিদ শেখ অনেক টাকার দেনা হয়ে যায়। টাকা পরিশোধ করার জন্য এনজিও থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে। এতে স্বামী স্ত্রীর মধ্যে সব সময়ই ঝগড়া হতো ও সাহিদ বাড়িতে আসলেই স্ত্রীকে নির্যাতন করতেন। এতে তার স্ত্রী বিভিন্ন পর পুরুষের সঙ্গে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এই খবর সাহিদ জানার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন।

সর্বশেষ খবর