রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জুয়ার আসর থেকে ব্যাংক কর্মকর্তাসহ গ্রেফতার ৭

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে  গ্রেফতার ব্যাংক কর্মকর্তাসহ সাতজনের নামে মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকা থেকে তাদের আটক করে রাজাপুর থানা পুলিশ। তারাবুনিয়া এলাকার মো. মানিক খানের বসতঘরে প্রকাশ্যে জুয়া খেলার খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে আসর চলাকালে সাতজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার ৩০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠায়। গ্রেফতার হওয়া সাতজন হলেন- পূবালী ব্যাংক বরিশালের মেহেন্দীগঞ্জ শাখার ক্যাশিয়ার পদে কর্মরত মো. শামীম আকন, বাবু হাওলাদার, মহিদুল ইসলাম, দুলাল হাওলাদার, কামরুল হোসেন জমাদ্দার, মজিবর জমাদ্দার, এমাদুল সরদার।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে রাজাপুর থানার এসআই মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 

সর্বশেষ খবর