শিরোনাম
রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রথম উপজেলা স্কাউট সমাবেশ

হিলি প্রতিনিধি

স্কাউটিং করি সুন্দর জীবন গড়ি এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে পাঁচ দিনব্যাপী প্রথম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুর ১২টায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কাউট সমাবেশের শুভ সূচনা করা হয়।

এর পরে সবাইকে স্কাউটের স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। পরে বাংলাহিলি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যরা ডিসপ্লে প্রদর্শন করেন। পাঁচ দিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২৭টি মাধ্যমিক ও সমমান মাদরাসার ৩০০ জন স্কাউট সদস্য পদ্মা মেঘনা যমুনা নামে ৩টি সাব ক্যাম্পে অংশগ্রহণ করছেন। এতে স্কাউটের বিভিন্ন বিষয়ে তাদেরকে শিক্ষা প্রদান করা হবে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে উপজেলা কাব লিডার মহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউট হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার আলী। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট লিডার তারেক মাহমুদ, ক্যাম্প চিফ আনোয়ারুল হক, সহসভাপতি মামুনুর রশীদ, কাওছার পারভীন, গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন, হাকিমপুর সরকারি কলেজের আরএসএল রুহুল আমিন, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের আরএসএল নাজ সুলতানাসহ অনেকে।

 

 

সর্বশেষ খবর