রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মাদারীপুরে অগভীর খালে মিলল ইলিশ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারের একটি অগভীর খালে    ভেসাল জালে মিলল একটি ইলিশ মাছ। গতকাল উপজেলার একটি খালে এ ঘটনা ঘটে। এতে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ডাসার উপজেলার পূর্ব ডাসার সুইসগেট নামক স্থানে মো ইউসুফ বেপারি নামে এক জেলে খালে ভেসাল পেতে ছিলেন। খালটি ব্যাবাইজ্জার খাল নামে পরিচিত। তিনি ভেসাল তুললে তার জালে এক কেজি ওজনের একটি ইলিশ মাছ দেখতে পান। এ সময় ইলিশ মাছ পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটিকে দেখতে ভিড় করে। জেলে ইউসুফ বেপারি জানান, আমি জীবনেও কল্পনা করিনি যে এত ছোট খালে ভেসালে আমি ইলিশ মাছ পাব। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মিঠু জানান, আমদের বাড়ির পাশের খালটিতে প্রতিবছর বর্ষা  মৌসুম শেষ হলে খালে ভেসালসহ অন্য উপায়ে জেলেরা মাছ ধরে। এ খালে ছোট বড় নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও সত্যি এই প্রথম ইলিশ মাছ পাওয়ার ঘটনা ঘটে। সত্যিই অবাক হওয়ার মতো একটি অগভীর খালে ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশ মাছ পাওয়ার বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, নদীর সঙ্গে খালটির সংযোগ থাকার কারণে ইলিশ মাছটি আসতে পারে।

সর্বশেষ খবর