রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

‘এলিট টাইগার্স’ অভিযান শুরু করল সুন্দরবনে

বাগেরহাট প্রতিনিধি

‘এলিট টাইগার্স’ অভিযান শুরু করল সুন্দরবনে

এলিট ফোর্স র‌্যাবের অভিযানে একের পর এক বনদস্যু বাহিনীগুলো আত্মসমর্পণের পর ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। গত ৪ বছর ধরে শান্ত ছিল সুন্দরবনের পরিবেশ। গত ১০ দিন ধরে নয়ন বাহিনীর পরিচয়ে বনদস্যুরা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে একের পর এক জেলেদের অপহরণ করছে। ইতোমধ্যে মুক্তিপণ দিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করা ১৫ বনদস্যু আস্তানা মুক্তি পেয়েছে। এতে করে গোটা সুন্দরবনে জেলে ও বনজীবীদের মধ্যে আতংকিত হয়ে পড়েছেন। এই অবস্থায় সুন্দরবনকে আবারও বনদস্যুমুক্ত করতে র‌্যাব-৬ শুরু করেছে বিশেষ অভিযান। গতকাল থেকে শুরু হওয়া লং রেঞ্জ পেট্রোলের র‌্যাবের এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘এলিট টাইগার্স’। দুপুর থেকে সুন্দরবনে অপারেশন এলিট টাইগার্সের একাধিক দল অভিযান শুরু করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. বদরুদ্দোজা অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর