রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

‘দস্যুতা ছাড়লে দেওয়া হবে চাকরি’

বাগেরহাট প্রতিনিধি

বনদস্যুতা ছাড়লে তাদের চাকরি দেওয়া হবে। তাদের ছেলে-মেয়েদের পুলিশ কনস্টেবলে চাকরি দেওয়া হবে। এর পরও যদি কেউ সুন্দরবনে দস্যুতা চালাতে চায় তাদের দমন করা হবে। যারা দরিদ্র জেলে-বনজীবীদের দাদন দেন, মহাজনী করেন তারাই সুন্দরবনের দস্যুদের লালনপালন ও আশ্রয় দিয়ে থাকেন। পুলিশ এ নিয়েও কাজ করছে। সুন্দরবন দস্যুমুক্ত রাখতে আত্মসমর্পণকৃত বনদস্যুসহ জেলে-বনজীবীদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা, উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব কথা বলেন। গতকাল দুপুরে মোংলা থানা পুলিশ দ্বীগরাজ কলেজ মাঠে এ সভার আয়োজন করে। মোংলা থানার ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান।

সর্বশেষ খবর