রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও পড়ে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চকঘোড়াপাখিয়া গ্রামের আলহাজ মো. আবদুস সালামের বাড়ির সামনে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৮ মিনিটের দিকে আবদুস সালামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ককটেলের শব্দে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দা ও আলহাজ মো. আবদুস সালামের পরিবারের সদস্যদের। এ সময় তারা ঘটনাস্থলে একটি মটোরালা ব্র্যান্ডের মোবাইল ফোন ও তাজা ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি মোবাইল ফোন ও একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করে। এদিকে উদ্ধারকৃত মোবাইল নম্বরে ফোন দিলে ট্রুকলার স্ক্রিনে আবদুল ওদুদ নাম দেখা যায়। এ ঘটনার পর আতঙ্ক ও নিরপত্তাহীনতায় রয়েছে আলহাজ মো. আবদুস সালামের পরিবারের সদস্যরা। তার দুই ছেলে মো. মাহবুব আলম শামীম (৪৫), মো. আবদুল মমিন শাহীন (৩৫) পেশায় ঠিকাদার ও ইটভাটা মালিক। তাদের দুই ভাইয়ের তিনটি ইটভাটা রয়েছে। এ ঘটনায় আলহাজ মো. আবদুস সালামের ছেলে মো. মাহবুব আলম শামীম বলেন, বাড়ির সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাত ১টা ৮ মিনিটে বাড়ির সামনে বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম ভাঙে। পরে পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে দেখলাম একটি ককটেল বিস্ফোরিত হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এ সময় পাশেই আরেকটি তাজা ককটেল ও একটি মোবাইল দেখতে পাই। পরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানায় খবর দিলে তারা এসে এসব উদ্ধার করে।

সর্বশেষ খবর