রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিভাজন চাই না, সঠিক সময় নির্বাচনের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিভাজন চাই না, সঠিক সময় নির্বাচনের দাবি

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের ওয়ার্ড বিভাজন চাই না, সঠিক সময় নির্বাচনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। গতকাল সকাল ১০টায় ওই ইউনিয়নের ফুলতলী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। দুই ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধনে ৯ ওয়ার্ডের নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহাজাদ পারভেজ টিনু মৃধা, সাধারণ সম্পাদক জাকির মৃধা, এ্যাডভোকেট নুর হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকু মৃধা, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম সাহিন মোল্লা, জমায়েত হিজবুল্লার সাধারণ সম্পাদক আবদুস সালাম খান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি আনসার উদ্দিন সরদার, মোসা. বকুল নেছা, লাইজু বেগম প্রমুখ। ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদারের সমালোচনা করে বক্তারা বলেন, মূলত বর্তমান চেয়ারম্যান ওয়ার্ড বিভাজনের মিথ্যা তথ্য উপস্থাপন করে নির্বাচন স্থগিত করার মাধ্যমে দীর্ঘসময় ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে। ইউনিয়নের ২, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে ঘর বাড়ি বা ভোটার অন্য কোনো ওয়ার্ড বা ইউনিয়নে যায়নি। এ ইউনিয়নের জনগণ এখানেই আছেন। বিলুপ্ত হয়নি কোনো ভোট কেন্দ্র। তাই ওয়ার্ড বিভাজনের প্রয়োজন নেই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আবেদন ও বেজুলেশনের সিদ্ধান্ত বাতিল করে সঠিক সময়ে নির্বাচনের দাবি জানান। উল্লেখ্য, ওয়ার্ড বিভাজন করার লক্ষ্যে গত ২৪ আগস্ট ধানখালী ইউনিয়ন পরিষদ রেজুলেশন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর পটুয়াখালীর উপপরিচালক বরাবরে আবেদন করেছে। এতে উল্লেখ করা হয় দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ, কয়লা উঠানামার জন্য টার্মিনাল ও কয়েকটি তাপ বিদ্যুৎসহ দেশের তৃতীয় সমুদ্রবন্দর কিছু অংশ উপজেলার ধানখালী ইউনিয়নের ২৩০০ একর জমির ওপর স্থাপিত হওয়ায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কৃষি জমিসহ ঘর বাড়ি ও সব স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে। এ ছাড়া ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের জমি, ঘর বাড়ি আংশিক অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণকৃত গ্রামের অধিবাসীকে সরকারি আবাসনে অন্যত্র পুনর্বাসিত করা হয়। যা পূর্বের ওয়ার্ড বা গ্রামের মধ্যে নেই।

সর্বশেষ খবর