শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাচারের সময় ২৬ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের সময় গতকাল ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা নাগরিক। পুলিশ পাচারে জড়িত থাকায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানব পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার শফিকের বসতঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৭ জন পুরুষ, চারজন মহিলা ও পাঁচজন শিশুসহ ২৬ জনকে উদ্ধার করা হয়। তাদের থাইল্যান্ড ও মালয়েশিয়া পাচারের উদ্দেশে এক জায়গায় জড়ো করা হয়েছিল। ঘটনাস্থল থেকে মানব পাচার কাজে জড়িত চারজন পুরুষ ও একজন মহিলাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর