শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নাচোলে ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নাচোলে ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লোকালয়ে গড়ে ওঠা ইটভাটা -বাংলাদেশ প্রতিদিন

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চলছে একাধিক ইটভাটা। অবৈধ এসব ভাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। অনেক ভাটামালিক দাবি করেন, ম্যানেজ পদ্ধতির মাধ্যমেই চলছে তাদের কার্যক্রম। অবৈধ এসব ইটভাটায় কয়লার পরিবর্তে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে খড়ি। ফলে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, গাছসহ প্রাকৃতিক পরিবেশ। জানা যায়, নাচোল উপজেলায় আটটি ইটভাটা থাকলেও একটিরও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। সম্প্রতি সদর ইউপির ভোলামোড়ে অবস্থিত টাটা ব্রিকস ইটভাটায় গিয়ে দেখা যায়, পোড়ানোর জন্য শত শত মেট্রিক টন খড়ি স্তূপ করে রাখা আছে। খড়ি পোড়ানোর ফলে চিমনি দিয়ে প্রচ- বেগে ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়া পার্শ্ববর্তী স্কুলের শিক্ষার্থীসহ আশপাশের বসতি ও ফসলের ব্যাপক ক্ষতি করছে।

পরিবেশ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, নাচোলের আটটি ইটভাটার একটিরও পরিবেশ অধিদফতরের হালনাগাদ ছাড়পত্র নেই। অবৈধ ভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এসব ভাটা বন্ধে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। দ্রুত এগুলো বন্ধে অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, অবৈধ ইটভাটা বন্ধে হাই কোর্টের নির্দেশনা আছে। নাচোল ইউএনওকে এসব ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

সর্বশেষ খবর