শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লালমনিরহাটে বোরো চাষে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে বোরো চাষে কৃষকের কপালে চিন্তার ভাঁজ

লালমনিরহাটে বোরো আবাদে খরচ বাড়ায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ডিজেলের পর বিদ্যুতের দাম বাড়ার কারণে কৃষকদের প্রতি বিঘা জমিতে বাড়তি প্রায় সাড়ে ৪ হাজার টাকা খরচ করতে হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার কৃষকরা। অনেকেই ধারদেনা করে বোরো আবাদ করে ধানের দাম কেমন পাবেন তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন। তার ওপর বেড়েছে সার, বীজ, কীটনাশকের দাম। খরচ অনুযায়ী ন্যায্যদাম পাওয়ার দাবি কৃষকদের। আর কৃষি বিভাগের তথ্য মতে, দেশে চালের ৬০ ভাগ জোগান আসে বোরো মৌসুম থেকে। আর এ চালের জোগানের প্রায় অর্ধেকেরও বেশি উৎপাদন হয় উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে কৃষি উৎপাদন খরচ বেড়ে গেছে। সেই ধকল না কাটতেই চলতি বছরের শুরুতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর ফলে চলতি মৌসুমে বোরো উৎপাদনে খরচ বেড়েছে। সবমিলিয়ে ডিজেল, বিদ্যুৎ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ার কারণে এ মৌসুমে প্রতি বিঘা জমিতে বোরো উৎপাদনে বাড়তি খরচ হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টাকা। কৃষকরা জানান, গত বছর বোরো মৌসুমে প্রতি বিঘা জমিতে সেচের খরচ ছিল ১ হাজার থেকে ১২০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার থেকে দেড় হাজার টাকা। কৃষকরা গত বছর প্রতি কেজি বীজ কিনছেন ২০০ টাকায় কিন্তু এবার ৩৫০ টাকা কেজি কিনতে হয়েছে। এ ছাড়া জমি তৈরি ৯০০-১৩০০ টাকা, সার খরচ ২ হাজার থেকে বেড়ে সাড়ে ৩ হাজার টাকা, কীটনাশক ৬০০ থেকে ১ হাজার টাকা, ধান রোপণ ১ হাজার থেকে দেড় হাজার টাকা, ধান কাটা-মাড়াই ৩ হাজার থেকে ৪ হাজার টাকা হয়েছে। সেই হিসাবে গত মৌসুমে এক বিঘা জমিতে বোরো উৎপাদনের খরচ ছিল প্রায় ১৫ হাজার টাকা। আর চলতি মৌসুমে সবকিছুর দাম বাড়ায় খরচ দাঁড়াবে প্রায় ২০ হাজার টাকা। অর্থাৎ প্রতি বিঘা জমিতে বোরো আবাদ করতে কৃষকদের প্রায় ৫ হাজার টাকা বাড়তি খরচ গুনতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে, লালমনিরহাট জেলায় বিদ্যুৎচালিত গভীর সেচ পাম্প ২৩৬টি, অগভীর ১৩ হাজার ৮৬টি, ডিজেলচালিত গভীর ৩২ হাজার ৬১৩টি। বোরো ধান সেচনির্ভর হওয়ায় উৎপাদন খরচের একটি বড় অংশ ব্যয় হয় সেচে। এবার শুধু সেচেই কৃষকের ব্যয় বাড়বে প্রায় দেড় কোটি টাকা। শিয়ালখোওয়া এলাকার কৃষক রমজান আলী (৩২) বলেন, এখন বোরো ধানের জমিতে ব্যস্ত সময় পার করছি।

সর্বশেষ খবর