বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
রূপগঞ্জ ছাত্রদল

পদবঞ্চিতদের হামলায় আহত ১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে ছাত্রদলের পদধারী ও তাদের সমর্থকদের ওপর পদবঞ্চিতরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। উপজেলার ভুলতা-গোলাকান্দাইলের ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। হামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নাহিদ হাসান ভুইয়া নাহিদকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর থেকেই ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদসহ তাদের অনুসারীরা ক্ষুব্ধ হন। কমিটি গঠনে অনিয়ম হয়েছে অভিযোগ তুলে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মাসুদের নেতৃত্বে পদবঞ্চিতরা বিক্ষোভও করেছেন। গতকাল নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্রদলের নতুন কমিটির পরিচিতি সভা হওয়ার কথা। অনুষ্ঠানে যাওয়ার জন্য ভুলতা-গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বাসে উঠতে শুরু করে পদধারীদের অনুসারীরা। তখন পদবঞ্চিত মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে পদধারী ও তাদের অনুসারীদের ওপর হামলা চালান। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি নাহিদ হাসান ভুইয়া বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার লোকজনের ওপর হামলা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নেতাদের অপমান করা হয়েছে। এর উপযুক্ত বিচার চাই। হামলার অভিযোগ স্বীকার করেছেন মাসুদুর রহমান মাসুদ। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আমাদের জানা নেই। খোঁজখবর করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর