নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী-সোনাপুর চার লেন সড়ক নির্মাণকাজে ধীরগতির কারণে বাড়ছে জনদুর্ভোগ। শহরের বাসিন্দারা ধুলা-বালুর কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। শুধু ধীরগতিই নয় সড়ক নির্মাণে কণার সঙ্গে লাল বালুর পরিবর্তে ভিটেমাটির সাদা বালু ব্যবহারের অভিযোগও রয়েছে। সূত্র জানায়, পাঁচ বছরেও ফোর লেন সড়কের নির্মাণকাজ শেষ হয়নি। ধুলার যন্ত্রণায় পোহাতে হচ্ছে মহাসড়কে চলাচলরত যাত্রীসহ…