মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মরণে স্মরণীয় হতে হলে মানবকল্যাণে অবদান রাখা চাই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, জীবন তো একটাই। তাই জীবন সার্থক করে তোলা প্রয়োজন। মানবকল্যাণে সে রকম অবদান রাখা চাই, যাতে মৃত্যুর পরও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হওয়া যায়। কৃতজ্ঞ চিত্তে মানুষ দুই হাত তুলে দোয়া করে। শামীম ওসমান গতকাল বিকালে শহরের হীরামহল সংলগ্ন একটি মসজিদে ভাষাসৈনিক এ কে এম শামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। শামসুজ্জোহা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, ধৈর্য ধারণ কর। এটা মহৎ গুণ। এ গুণ মানুষকে বহু বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে সহায়তা করে। নেত্রীর থেকে শিখেছি কীভাবে ধৈর্য ধারণ করতে হয়। বাবা-মায়ের কাছে শিখেছি কীভাবে ছোটদের স্নেহ ও বড়দের শ্রদ্ধা করতে হয়।

সর্বশেষ খবর