মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি বনে আগুনে পুড়েছে বনের প্রায় তিন একর জায়গা। গত সোমবার বিকালে কুরমা বন বিটের গহিন বনের হামহাম যাওয়ার রাস্তার পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন কর্মীরা ও স্থানীয় লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, আগুনে বনের তিন একর জায়গা পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে কুরমা বন বিটের সুনারায় বাঁশ বাগানের বাঁশসহ বিভিন্ন ধরনের গুল্মলতা,…