মৌলভীবাজারের কমলগঞ্জের এক সময়ের খরস্রোতা ধলাই নদী শুকিয়ে গেছে। নদীর বুকে জেগেছে অসংখ্য চর। নাব্য হারিয়ে নদীটি এখন মৃতপ্রায়। অথচ এ সময়ে নদীতে থই থই পানি থাকার কথা। জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের চুলুবাড়ির হঠাৎবাজার থেকে মানিকবন্দর হয়ে এড়ারপার বাজার পর্যন্ত নতুন করে রাস্তা তৈরি করছে দেশটির সরকার। এ রাস্তা করতে এড়ারপার এলাকায় ধলাই নদীর ওপর সেতু নির্মাণ করা হচ্ছে। কিছুদিন…