আতা, সফেদা, জবা, সুপারি, শজিনা, মেহেদি, শিউলি, জিগা, খেজুর, কৃষ্ণচূড়া, অর্জুন, কাঠবাদাম, দেবদারু, শিমুল, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, পলাশ, বকুল, নিমসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ রয়েছে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে। গাছগুলো ১০ থেকে ৩০-৩৫ বছরের পুরনো। কোনো কোনোটির অবস্থান কবরের পাশে আবার কোনটা কবরের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে। এসব গাছ লাশ দাফন, জানাজা এবং কবর জিয়ারত করতে…