চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না। দিন-রাত নদীতে জাল ফেলেও মাছ না পেয়ে জেলেরা হতাশ। যে পরিমাণ ইলশ ধরা পড়ছে তাতে জেলেদের লাভ-তো দূরের কথা, নৌকার তেল খরচই উঠছে না। গত মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে দাদনের টাকার ভার কাধে নিয়ে ১ মে নদীতে নামেন জেলেরা। মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাক্সিক্ষত ইলিশ। এতে জেলার অর্ধ-লক্ষাধিক…