বোয়ালমারীতে পাটের ফলন মোটামুটি ভালো হলেও পানির অভাবে সোনালি আঁশ পাট যেন কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে। পানির অভাবে পাট না কেটে অনেকে খেতেই ফেলে রেখেছেন। বৃষ্টি নেই। বর্ষায় নদ-নদী, খাল-বিলে, পুকুর-ডোবায় পানি নেই। তাই পাট জাগ দিতে পারছে না কৃষক। জানা গেছে, এ উপজেলা পাট উৎপাদনের দিক দিয়ে দ্বিতীয়। গুণে-মানে রয়েছে সুখ্যাতি। এবার অনাবৃষ্টির কারণে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত…