সিঁদ কেটে চুরি অথবা অস্ত্র নিয়ে ডাকাতি নয়, হবিগঞ্জে এখন আতঙ্কের নাম স্প্রে পার্টি। চক্রের সদস্যরা ঘুমের মধ্যে অথবা কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক স্প্রে করে বাসাবাড়ির স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করছে। পুলিশ সদস্য থেকে ব্যবসায়ী রেহাই মিলছে না কারোরই। শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় স্প্রে পার্টির সদস্যদের উপদ্রব বেশি। তাদের হাত থেকে রেহাই পেতে রাত জেগে অনেক এলাকায়…