কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, সাত থেকে আট দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার কামাননগর, মধুমল্লারডাঙ্গী, কাঠিয়া মাঠপাড়া, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলনি ও সদর উপজেলার ধুলিয়ার, ব্রহ্মরাজপুর, গোবিন্দকাটিসহ বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। তলিয়ে আছে এলাকার রাস্তা-ঘাট, বসতবাড়ি,…