শিরোনাম
বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

শত শত নলকূপ অকেজো

শার্শায় তীব্র সংকট সুপেয় পানির

বেনাপোল (যশোর) প্রতিনিধি

শত শত নলকূপ অকেজো

যশোর অঞ্চলে বৃষ্টির দেখা নেই বেশ কিছুদিন। প্রচন্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে জেলার আট উপজেলার মাঠ-ঘাট, খাল-বিল, জলাশয়, পুকুর ও নদীর পানি শুকিয়ে গেছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। শার্শায় শত শত নলকূপ অকেজো হয়ে গেছে। শার্শা, ঝিকরগাছা ও চৌগাছার হাজার হাজার নলকূপ এ মাসের শুরুতে অকেজো হয়ে পড়েছে। পানির অভাবে গাছ থেকে ঝরে পড়ছে আমসহ বিভিন্ন ধরনের ছোট ছোট ফল। এখানে তাপমাত্রা বেড়ে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে। প্রচন্ড রোদে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। পানির সংকট চলছে সর্বত্র। তীব্র সংকট দেখা দিয়েছে গোসল ও সুপেয় পানির। প্রচন্ড খরতাপে চারদিকে হাহাকার অবস্থা। মাঠ-ঘাট তপ্ত রোদে খাঁখাঁ করছে। স্থানীয়রা জানান, সংকটে খাবার পানির জন্য জনগণকে দূর-দূরান্তে কলস নিয়ে ছুটতে হচ্ছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শুধু শার্শায় চার থেকে পাঁচ শত নলকূপ অকেজো হয়ে পড়েছে। জেলার কিছু জায়গায় পানি মিললেও এ মাসের শুরুতে একেবারেই পানিশূন্য শার্শা, ঝিকরগাছা ও চৌগাছার হাজার হাজার নলকূপ। শার্শা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাভাবিক সময়ে পানির স্তর মাটির ১৬ ফুট নিচে থাকে। উপজেলার কিছু এলাকায় পানির স্তর বর্তমানে ২৫ থেকে ৪০ ফুট নিচে নেমে যাওয়ায় নলকূপে পানি উঠছে না। চৈত্র-বৈশাখ মাস এলেই উপজেলার বাগআঁচড়া, কায়বা, উলশী, পুটখালি, গোগা ইউনিয়নের প্রায় সব গ্রামে অধিকাংশ নলকূপ অকেজো হয়ে পড়ে। এ সময়টাতে গোটা যশোরেই পানির সংকট দেখা যায়। এবার মনে হয় সংকট অন্যবারের তুলনায় একটু বেশি। এলাকার জনসাধারণের কথা মাথায় নিয়ে সরকার প্রায় ৩০০ সাবমার্সিবল পাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মাত্র ১০ হাজার টাকায় সুবিধাভোগীদের মধ্যে পাম্পগুলো দেওয়া হচ্ছে। যে কেউ সরকারের দেওয়া এ সুযোগ নিতে পারবে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন রাজবংশী জানান, চলতি বোরো মৌসুমে গভীর এবং অগভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার কারণে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। স্থানীয়ভাবে খাল-বিল তালিকাভুক্তির কাজ চলছে। জেলা প্রশাসকের কাছে এগুলো খনন করার প্রস্তাব পাঠানো হবে। নদী ও খালে পানি ধরে রাখতে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে সেচ মৌসুমে পানির নিচের স্তর ধরে রাখা সম্ভব হবে।

সর্বশেষ খবর