রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

বরযাত্রী বেশি আসায় সংঘর্ষ

আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় বরযাত্রী দ্বিগুণ আসায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে বিয়ে বাড়ি থেকে কনেকে না নিয়ে স্বজনদের নিয়ে বাড়ি ফিরে যান বর শাহ আলম। শুক্রবার উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নগরকান্দার মধ্যকাইচাইল গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সঙ্গে পাশের নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদারের দুই মাস আগে বিয়ে হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বরযাত্রী কনের বাড়িতে যায়। কনেপক্ষ দাবি করেন বিয়েতে ১০০ বরযাত্রী যাওয়ার কথা ছিল। এসেছেন ২ শতাধিক লোক। এতে খাবার নিয়ে সমস্যা হয়। শতাধিক লোক খাওয়ার পর আরও লোকজন অপেক্ষা করছিল। খাবার না থাকায় বরের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। একপর্যায় তারা চেয়ার-টেবিল ভাঙচুর করতে থাকে।

সর্বশেষ খবর