পাহাড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ যেন কেউ বাদ নেই। ডায়রিয়ার সঙ্গে আছে জ্বর, কাশি, রক্ত বমিও। এ রোগীর সংখ্যা রাঙামাটি জেলা সদরের চেয়ে উপজেলায় বেশি। বিশেষ করে বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু উপজেলায়। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে ঘোলা হয়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। নানা প্রকার জিবাণুতে ভরে গেছে ছড়া, ঝরনার পানি। এই পানি পান করে…