মেহেরপুরের গাংনীতে হাত-পা বাঁধা এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বামন্দী-নিশিপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইউপি সদস্য শাহা আলম ইসলাম জানান, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বিশ্বাসের আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পায়।
পরে খবর দিলে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তাকে ফেলে রাখা হয়েছিল। তাকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ওই ব্যক্তির জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।