কারফিউ পরিস্থিতি ও সরবরাহ কম অজুহাতে খাগড়াছড়িতে শাকসবজিসহ বিভিন্ন পণ্য চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা অনেক চড়া দামে শাকসবজিসহ নানা পণ্য বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম। তাদের দাবি কারফিউ ও আন্দোলন চলাকালীন পণ্য পরিবহনে নানা জটিলতা, বন্যায় ক্ষতি হওয়ায় সবজি উৎপাদনও কম হয়েছে।
তাই অধিক দামে কিনে স্বল্প লাভেই বিক্রি করতে হচ্ছে শাকসবজিসহ বিভিন্ন নিত্যপণ্যসামগ্রী। খাগড়াছড়ি সবজি বাজার ঘুরে দেখা যায়, করলা কেজিতে ১০০ টাকা, ঢ্যাঁড়স কেজিতে ৮০ টাকা, আলুর কেজি ৬৫ টাকা, মরিচ ৩২০, পিঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চড়া দামের ফলে নিম্নআয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে উঠেছে।