নাটোরের বড়াইগ্রামে রুবি খাতুন (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মারা যান তিনি। বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধার ও স্বামী আসাদুলকে আটক করে পুলিশ। লাশ গতকাল মর্গে পাঠানো হয়েছে। আসাদুলের বাড়ি বড়াইগ্রাম উপজেলার সাতইল গ্রামে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুরুতর অসুস্থ রুবিকে অটোভ্যানে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তার ছেলেরা। পথে টহল পুলিশ তাদের থামালে অসুস্থতার কারণ নিয়ে নানা তথ্য দেয়। পুলিশের সহায়তায় স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি শফিউল আযম খান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের স্বজনরা কখনো বলছে আনারস ও দুধ খেয়ে বিষক্রিয়ায় মারা গেছে। কখনো বলছে স্বামীর মারধরে মৃত্যু হয়েছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।