পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ বলেছিলেন, ‘পাবনা-৩ আসনে মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’ তার এ বক্তব্যের পর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে গত ২ জানুয়ারি সবুজকে আসামি করে একটি মামলা দায়ের করেন।