কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ফারুক আহমেদকে (৪৩) সোনারগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর ব্যাটালিয়ন কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান। গ্রেপ্তার ফারুক মাদবদী থানার নুরালাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।