কুমিল্লা আদর্শ সদর ও বুড়িচং উপজেলার মধ্যবর্তী গোমতী নদীর পড়ের তিন কিলোমিটার সড়ক কয়েক যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। আদর্শ সদর উপজেলার কাছিয়াতলী, বুড়িচংয়ের ফরিজপুর ও মীরপুর এলাকার এ কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে দেখলে মনে হবে চাষের জমি। সড়কটি পাকা করা হলে দুই উপজেলার ১০ গ্রামের মানুষ উপকৃত হবেন। সরেজমিন দেখা যায়, পালপাড়া থেকে গোমতী নদীর দক্ষিণ পাড় দিয়ে একটি সড়ক আমতলী হয়ে ঢাকা-চট্টগ্রাম…