পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধারের চার দিনেও কোনো ক্লু পায়নি পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারের অন্তত চার দিন আগে ওই দম্পতি খুন হয়েছেন। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাতনামা আসামি করে দম্পতির একমাত্র ছেলে আবুল বাশার আবদুল্লাহ হিমু বাদী হয়ে সদর মামলা করে। পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি জড়িতদের। মামলাটি তদন্ত করছেন পটুয়াখালী গোয়েন্দা বিভাগের ওসি।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জসিম বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, মামলার কপি পেয়েছি। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হত্যাকান্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। বুধবার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহালগাছিয়া এলাকায় সীমানা প্রাচীর ঘেরা বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আশ্রাফ আলী (৭৭) ও তার স্ত্রী হোসনেয়ারা লাইলীর (৭০) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। আশ্রাফ আলী কলাপাড়া উপজেলার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ওই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে। ওই বাড়িতে স্বামী আর স্ত্রীই বসবাস করতেন।