দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রংপুর : গতকাল রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বিশমাইল নামক স্থানে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- ফারুক (৩৬) ও তার ছেলে ইশরাত। অপর ঘটনায় উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি শাহাজাদি (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে।
চট্টগ্রাম : শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধলই ইউনিয়নের শাহজাহান শাহ মাজার গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুছা (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টরচাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মেহেরেপুর : গতকাল মেহেরপুরে গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত লাটা হাম্বার ধাক্কায় নাছিরন খাতুন (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে।
ফরিদপুর : গতকাল ফরিদপুর শহরের মামুদপুর এলাকার বিসমিল্লাহ শাহ দরগাহের কাছে দ্রুতগামী ট্রাকের চাপায় সুফলা রানী পাল (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।