৬৫ দিনের নিষেধাজ্ঞার পর ২৩ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। দীর্ঘদিন অলস সময় কাটিয়ে অনেক আশা নিয়ে ইলিশ শিকারের জন্য জেলেরা সাগরে গেলেও নিম্নচাপের কারণে সাগর উত্তাল হওয়ায় খালি হাতে ফিরছেন তারা। একদিকে নিম্নচাপ অন্যদিকে সাগর থেকে খালি হাতে ফেরায় হতাশা বিরাজ করছে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য ঘাটের কয়েক শতাধিক জেলে এবং ট্রলার মালিকের মধ্যে।