সৈয়দপুরে একটি বহুতল ভবন নির্মাণের সময় ৭৮টি অকেজো গুলি উদ্ধার করা হয়েছে। শহরের নতুনবাবুপাড়া সাদ্দাম মোড়ের গোলাম আবদুল কাদেরের বাড়ি ঢালাইকালে গুলিগুলো পাওয়া যায়। সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল পারভেজ নিশ্চিত করেন গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের। সৈয়দপুর থানা পুলিশ গুলিগুলো থানায় নিয়ে আসে। স্বাধীনতা যুদ্ধের সময় এগুলো মাটিতে পুঁতে রাখা হয় ধারণা করা হচ্ছে।