গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালায় ভাড়া বাসা থেকে সুমি খাতুন (২৩) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বগুড়ার ধুনট উপজেলার সোবহান শেখের মেয়ে ও কুড়িগ্রামের রৌমারীর আবুল কালামের স্ত্রী। তেলিরচালায় ভাড়া থেকে স্থানীয় বে-ফুটওয়্যার লিমিটেড জুতা তৈরি কারখানায় চাকরি করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আট মাস আগে আবুল কালামের সঙ্গে সুমির বিয়ে হয়। সুমি কালামের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে মানসিক ও শারীরিক নানা রোগে ভুগছিলেন সুমি। শনিবার রাতে স্বামী প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় তিনি একাই বাসায় ছিলেন। পাশের ভাড়াটিয়ারা গতকাল সকালে অফিসে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ পাননি। জানালার ফাঁক দিয়ে তারা ফ্যানের সঙ্গে সুমির ঝুলন্ত লাশ দেখেন। বিষয়টি তার স্বামী ও থানায় জানান।
পুলিশ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।