জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, সবার দৃষ্টি ছিল ছাত্র আন্দোলনের দিকে। মূলত জামায়াত-বিএনপি এ নাশকতার নেতৃত্ব দিয়েছে। আতঙ্ক ছড়াতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ দুষ্কৃতকারীদের বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে। মাদারীপুরে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, তেল পাম্প, পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন - আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার শফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা প্রমুখ।