আড়াইহাজারে আসমা আক্তার (২৪) নামে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে স্বামী আমজাদ হোসেন (৩০) ও তার পরিবারের সদস্যরা পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। রবিবার রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বড় বোন উম্মে হাবিবা অভিযোগ করেন, বোনকে হত্যা করা হয়েছে। ওসি আহসান উল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।