ফরিদপুরে জেসমিন বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী মিলন শেখকে (৩৯) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম দন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম গতকাল এ রায় দেন। মিলন ফরিদপুর সদরের আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার সিদ্দিক শেখের ছেলে। আদালতসূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ মার্চ স্বামীর বসতঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। তাকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে অভিযোগ ওঠে। এ ঘটনায় কোতোয়ালি থানায় জেসমিনের বাবা ইউনুস শেখ হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।