কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে আমিন আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার দিঘলহাইল্যা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। আমিন আলী ওই এলাকার ওছমান আলীর ছেলে। স্বজনরা জানান, গতকাল সকালে বিলের পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। উলিপুর থানার এসআই মশিউর রহমান জানান, এলাকাবাসী ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।