দেশের দক্ষিণ উপকূলের কৃষি আর মৎস্য সম্পদের জেলা বরগুনার ১২ লাখ মানুষ এখনো যোগাযোগব্যবস্থায় পিছিয়ে আছে। জেলায় ছয়টি উপজেলা। এর চারটি উপজেলার ৮ লাখ মানুষকে সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে বেশি ভোগান্তি পোহাতে হয় দুই নদী বুড়ীশ্বর আর বিষখালীর কারণে। এলাকাবাসীর অন্যতম দাবি- সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন। এজন্য স্থানীয় নাগরিকরা সামাজিক আন্দোলন করছেন। তারা ২৮ বছর ধরে বুড়ীশ্বর (পায়রা)…