রিকশাচালক মজিবর সেখ ও হতদরিদ্র সখিনা বেওয়া হাত তুলে দোয়া করলেন -আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের ভালো করেন। মজিবর সেখ বলেন - এই বিপদের সময় যে খাদ্যসহায়তা পেলাম তা দিয়ে পরিবারের এক মাস চলবে। হতদরিদ্র সখিনা বেওয়া জানান - এমন ভালো উদ্যোগ কখনো চোখে পড়েনি। আমি অর্ধাহারে-অনাহারে ছিলাম। কোনো কর্ম ছিল না। এমন সময় বসুন্ধরা গ্রুপ আমার পাশে দাঁড়াবে কখনো ভাবিনি। মজিবর পেশায় রিকশাচালক। দেশের চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন তিনি। আয়- রোজগার নেই বললেই চলে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। একই অবস্থা সখিনা বেওয়ার। সংসারের একমাত্র উর্পাজনক্ষম ছিলেন তাঁর স্বামী। কিছুদিন আগে তিনি মারা যান। এরপর থেকে দুই মেয়েকে নিয়ে অর্থকষ্টে রয়েছেন। খেয়ে না খেয়ে দিন পার করছেন। এমন খবর পেয়ে ওই দুই পরিবারের পাশে দাঁড়ান বসুন্ধরা শুভসংঘ।
গত রবিবার বিকালে শেরপুর উপজেলার মজিবর সেখ ও হতদরিদ্র সখিনার হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এক মাসের খাদ্যসামগ্রী। এরমধ্যে ছিল ১৫ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আটা, এক কেজি ডাল, এক কেজি হুইল পাউডার, এক কেজি চিনি, এক কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, হলুদ ও মরিচ প্যাকেট ও এক কেজি লবণ। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল হাই বারী, শেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ব্যবসায়ী আবদুল আলীম, শরীফ আহম্মেদ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য গোলাম রব্বানী, হাবিবুর রহমান পান্না প্রমুখ।