সোনা মসজিদ চেকপোস্ট দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় ৩ লাখ ৩১ হাজার টাকাসহ রাজশাহী সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হুদাকে আটক করেছে বিজিবি। গতকাল দুপুর ২টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন পার হয়ে বিজিবির তল্লাশি কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশি ৩ লাখ ৩১ হাজার টাকাসহ রাজশাহী সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হুদাকে আটক করা হয়েছে। নিজামুল হুদার পিতার নাম মো. সাইদুর রহমান। রাজশাহী উপ-শহর হাউসিং এস্টেটে তার বাড়ি।