পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কের শতকর এলাকায় গতকাল দুপুরে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম আবুল বাসার (৪০)। তিনি আলিফ পরিবহনের চালকের সহযোগী। তার বাড়ি চট্টগ্রামে।
আলিফ পরিবহনের যাত্রী খোকন মিয়া জানান, বাসটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। হঠাৎ দুর্ঘটনা ঘটে। এতে পরিবারের সাতজনই আহত হন।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী জানান, শতকর নামক স্থানে গ্রামীণ পরিবহন ও আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মধ্যে তিনজনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।