বরগুনার পাথরঘাটা বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ডুবে ইলিয়াস (৫০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। এ সময় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা গতকাল দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রবিবার বিকালে পাথরঘাটা মৎস্য ঘাট থেকে এফবি মায়ের দোয়া ট্রলার ১৩ জন মাঝিমাল্লা নিয়ে মাছ শিকারে বঙ্গোপসাগরে যান।
বৃহস্পতিবার সকালে হঠাৎ সাগর উত্তাল হলে ট্রলারটি উল্টে ডুবে যায়ে। আরেকটি ট্রলারের লোকজন ১২ জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন ইলিয়স।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, আমাদের কেউ বিষয়টি জানায়নি। ঘটনাস্থল পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে-যা চট্টগ্রাম জোনের আওতায়। মালিক সমিতির সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।