লালমনিরহাটে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল নিশ্চিত করে জেলা যুবদল।
বহিষ্কৃতরা হলেন- আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শাহআলম মন্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদল সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদল সভাপতি আনিছুর রহমান আনিচ।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের প্রতি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার নির্দেশনা রয়েছে। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই।