ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছে। পশ্চিম অলকা ৮ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি রাস্তার পাশে বাড়ি নির্মাণ করে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। বৃষ্টির পানি কোথাও যেতে না পেরে উঠে যায় বাড়িঘরে। স্থানীয়রা ফুলগাজীতে সেনাবাহিনীর কমান্ডারের কাছে অভিযোগ করেন। গতকাল দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডার উপস্থিত হয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ২০০ পরিবারের মুখে হাসি ফোটে। এ সময় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও এবং পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।