লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনকে তিনি গুরুত্ব দেননি। শিক্ষকদের সঙ্গে তিনি অশালীন আচরণ করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ।